সবুজ বনের ছোট্ট পাখি, অবুঝ তার মন.
কেউ জানেনা জগৎ জুড়ে কে তার আপনজন.
আপন মনে ঘুরে বেড়ায় নীল্ আকাশের বুকে.
তাইতো নিজে দুখী হয়েও, সুখী সবার চোখে………..
..,
জীব বৈচিত্র রক্ষার বিকল্প নাই, বৃক্ষ নিধন ও পাখি শিকার মুক্ত বাংলাদেশ
চাই। 2018 সালের দিকে দেখা মেলে অতিথি পাখির। পাখির অভয়াশ্রম রক্ষার্থে
একটি স্বেচ্ছাসেবী সংগঠন গঠন করা হয়, এই কমিটির নাম দেওয়া হয়
বিহঙ্গাশ্রম। পাখির কলকাকলিতে মুখরিত এই গ্রামটি। প্রতিদিন পাখির কিচির
মিচির শব্দ আর পাখির ধ্বনিতে ঘুম ভাঙে গ্রামবাসীর। পাখি গুলো অভয় আশ্রম
হিসেবে বেছে নিয়েছে এই গ্রামটিকে। এটি মহাদেবপুর উপজেলার মগলিশপুর গ্রামে
অবস্থিত। নওগাঁ জেলা থেকে প্রায় 25 কিলোমিটার দূরে মহাদেবপুর উপজেলা
অবস্থিত, উপজেলা থেকে প্রায় 7 কিলোমিটার উত্তর-পূর্ব দিকে মগলিশপুর
গ্রামটি অবস্থিত। পাখির কিচিরমিচিরে মুখর হয়ে উঠেছে চারিদিক। এই গ্রামের
মানুষেরা ও প্রকৃতি প্রেমী। তারা গ্রামকে ভালোবাসে এবং প্রকৃতির জন্য কাজ
করে। এই বিহঙ্গাশ্রম পাখি কলোনিতে রয়েছে হরেক রকমের পাখি যেমনঃ শামুকখোল,
জ্যাঠা বক, কানিবক, পানকৌড়ি, রাতচোরা, ডাহুক, শালিক, দুয়েল, ঘুঘু ও বাবুই
পাখি সহ নানা জাতের দেশীয় পাখি। প্রকৃতি রক্ষার্থে বহুমুখী পদক্ষেপ গ্রহণ
করা হয়, পাখি শিকার রোধে মাইকিং ও লিফলেট বিতরণ করা হয়। পাখি যেন কেউ
স্বীকার না করে সেই জন্য বিহঙ্গাশ্রমের সদস্যরা অক্লান্ত পরিশ্রম করে
যাচ্ছে। মাঠে পাখি শিকারের ফাঁদ এবং জলাশয়ে কারেন্ট জাল যেন কেউ না দেয়
এই জন্য গণসচেতনতা মুলক সভা এবং জীব বৈচিত্র সংরক্ষণ ও পরিবেশ বিষয়ক
আলোচনা করা হয় বিশিষ্ট ব্যক্তিবর্গদের নিয়ে। বন্যপ্রাণী বাঁচায় পরিবেশ,
প্রকৃতি বাঁচায় দেশ। আসুন সম্মিলিত প্রচেষ্টায় অনাগত ভবিষ্যৎ প্রজন্মের
স্বার্থে জীব বৈচিত্র্য ও পরিবেশ সংরক্ষণে সচেষ্ট হই।
মোঃ আকরাম হোসেন
সভাপতি বিহঙ্গাশ্রম
মগলিশপুর, মহাদেবপুর ,নওগাঁ
মোবাইল-০১৭৪২-৩৩৮৭৭৩
No comments:
Post a Comment